• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬

ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি আশরাফ হোসেন


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০২:৪৫ পিএম
ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি আশরাফ হোসেন

সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে ফরিদপুরের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন ভাঙ্গা থানার মোহাম্মদ আশরাফ হোসেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচন করা হয়। পরে পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল তার হাতে ক্রেস্ট তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

জানা গেছে, সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনন্য অবদান রাখায় আশরাফ হোসেনকে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে। তার এই সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

Link copied!