ফরিদপুরে মাত্র ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে গরুর মাংস। রোববার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বল্প মূল্যে এ গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন এ উদ্যোগ হাতে নিয়েছে।
জানা গেছে, স্বল্প মূল্যে গরুর মাংস বিক্রির এ কার্যক্রম চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। আজ এ কার্যক্রম সকাল ১০টায় শুরু হলেও সোমবার থেকে সকাল ৯টায় শুরু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম শাহাদাত হোসেন।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বল্প মূল্যে গরুর মাংস বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম শাহাদাত হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনডিসি এ এস এম শাহাদাত হোসেন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের জেলা প্রশাসন স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে মাংস বিক্রির এ উদ্যোগ হাতে নিয়েছে। যে কেউ প্রতি কেজি মাংস মাত্র ৬০০ টাকায় কিনতে পারবেন। প্রতিদিন দুটি করে গরু কাটা হচ্ছে।