• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কালুরঘাটে তুলার কারখানার আগুন নিয়ন্ত্রণে


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩, ১২:৪৩ পিএম
কালুরঘাটে তুলার কারখানার আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের আট ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প নগরী এলাকায় একটি তুলার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দুই ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এর আগে, সকাল সোয়া ১০টার দিকে কাদের বেডিং নামে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কফিল উদ্দীন উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট, বায়েজিদ ও  চন্দনপুরা স্টেশন থেকে মোট ৮টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 
 

Link copied!