• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল ছাত্র-জনতা


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৮:৫৪ পিএম
ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল ছাত্র-জনতা

কুষ্টিয়ার কুমারখালীতে রাসেল হোসেন নামের ছাত্রলীগের এক নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে আটকের পর মারধর করে পুলিশে সোপার্দ করা হয়।

রাসেল হোসেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলযোগে রাসেলসহ দুজন শহরের মজমপুর গেট এলাকা দিয়ে যাওয়ার সময় ছাত্র-জনতা তাকে চিনে ফেলে। এ সময় মোটরসাইকেল থামিয়ে রাসেলকে মারধর করে ছাত্র-জনতা। পরে মডেল থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, গত ১৯ সেপ্টেম্বর মডেল থানায় করা একটি নাশকতা মামলার আসামি ছিলেন রাসেল। তাকে কঠোর নজরদারিতে রেখেছিল পুলিশ। বিকেলে লোকেশন জানতে পেরে পুলিশ তাকে মজমপুর গেট থেকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা দু-একটা কিলঘুষি মেরে থাকতে পারে। তার বিরুদ্ধে কুমারখালী থানায় একাধিক মামলা রয়েছে। তাকে বুধবার (১৩ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হবে।

Link copied!