• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ঘুষের’ টাকাসহ বিসিকের উপব্যবস্থাপক গ্রেপ্তার


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০৫:০৮ পিএম
‘ঘুষের’ টাকাসহ বিসিকের উপব্যবস্থাপক গ্রেপ্তার

৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শরীয়তপুর কার্যালয়ের উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে গ্রেপ্তার করেছে দুদক।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদক সূত্রে জানা যায়, শরীয়তপুর শহরের প্রেমতলা এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ১০০টি প্লট রয়েছে। সম্প্রতি ওই কার্যালয়ের উপব্যবস্থাপক মনির হোসেনের বিরুদ্ধে শিল্পমালিকদের কাছ থেকে বিভিন্ন সময় ঘুষ গ্রহণ করার অভিযোগ ওঠে। এর মধ্যে শিল্পপ্লটের একজন মালিক মনির হোসেনের বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ করেন। 

ওই ব্যক্তি বৃহস্পতিবার দুপুরে বিসিক কার্যালয়ে মনির হোসেনকে ৫০ হাজার টাকা ঘুষ দিতে যান। এ সময় দুদকের একটি দল অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ মনির হোসেনকে গ্রেপ্তার করে। দুদক মাদারীপুর কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান এ অভিযানে নেতৃত্বে দিয়েছেন।

Link copied!