• ঢাকা
  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষ


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৩:৫৮ পিএম
পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এবং কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযানে নামলে উভয়পক্ষে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নগরের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষেধ। কিন্তু চালকরা তা মানছে না। যার কারণে নগরীতে বেড়েছে দুর্ঘটনা। ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানে নামলে তারা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, চলতি এপ্রিল মাসেই চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২ হাজার ৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করা হয়েছে।

Link copied!