• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পুলিশ হত্যা মামলায় বরগুনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৪, ১১:২৫ এএম
পুলিশ হত্যা মামলায় বরগুনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. কামরুজ্জামান রাজ্জাক। ছবি : সংগৃহীত

ঢাকার পুলিশ হত্যা মামলার আসামি বরগুনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. কামরুজ্জামান রাজ্জাককে (৩৭) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বরগুনা বেতাগী উপজেলার গ্রামীণ ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কামরুজ্জামান রাজ্জাক সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া এলাকার মৃত মো. আবু হানিফের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় এক পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় বরগুনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান রাজ্জাক আসামি ছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গোয়েন্দা পুলিশ। পরে এসআই জ্ঞান কুমার, এসআই মারুফ ও এএসআই শহিদুলের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা বেতাগীতে অভিযান পরিচালনা করেন। উপজেলার গ্রামীণ ব্যাংকের সামনে থেকে কামরুজ্জামান রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম বলেন, গ্রেপ্তার কামরুজ্জামান রাজ্জাক ঢাকায় পুলিশ হত্যা মামলার আসামি। এছড়াও তিনি নাশকতার পরিকল্পনাকারী হিসেবে বরগুনা থানায় পুলিশের করা  মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!