• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৯:৫২ পিএম
হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি নেতা কবির আহম্মদ হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জাহেদ হাসান ফিরোজ প্রকাশ ওরফে মো. ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) র‌্যাব-৭ এর দুটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জাহেদ হাসান উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার নুরুল ইসলামের ছেলে ও বারইয়ারহাট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি কবির আহম্মদ হত্যা মামলার এজাহারনামীয় ৭ নম্বর আসামি।

নিহত কবির আহম্মদ হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন।

র‌্যাব জানায়, গত ১০ অক্টোবর সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে কামাল উদ্দিন এবং তার সহযোগীরা কবির আহম্মদকে দেশীয় ধারাল অস্ত্র চাকু, কিরিচ, রামদা দিয়ে কুপিয়ে আহত করেন। এসময় বাবাকে বাচাঁতে এগিয়ে এলে কবির আহম্মদের ছেলের ওপরও হামলা করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে দিদারুল আলম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!