ফেনীর পরশুরামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে আবদুর রহমান পিংকু (২৭) নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌর এলাকার উত্তর কোলাপাড়ার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুর রহমান পিংকু পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের কিসমত শালধর গ্রামের (ফকির বাড়ি) মৃত নুরুল আলমের ছেলে এবং গাজীপুর জেলার টঙ্গী থানার ৫৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, উত্তর কোলাপাড়ায় সামসুদ্দিনের ভবনের একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে। ভবনটির মালিক পিংকুর শ্বশুর।
একই রাতে পুলিশ বক্সমাহমুদ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি গোলাম সরোয়ার সুজনকে (২৬) গ্রেপ্তার করেছে। তিনি বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙা গ্রামের আবদুর রবের ছেলে।
পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, তাদের দুজনকে ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।