• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৪ রবিউস সানি ১৪৪৬

বাংলাদেশি যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৮:৩৪ এএম
বাংলাদেশি যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ
বিএসএফের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ ভারতে নিয়ে যান। ছবি : প্রতিনিধি

ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে কামাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। পরে বিএসএফের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ ভারতে নিয়ে যান।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা সীমান্তে গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন ঘটনাস্থলের পাশের জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কামাল হোসেন সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তিনি মাদক ও চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিলেন। একপর্যায়ে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে যায়।

নিহত কামালের বড় ভাই হিরন মিয়া বলেন, “আমার ভাই মাদক ও চোরাকারবারে যুক্ত ছিল না। এসব অভিযোগ ভিত্তিহীন।”

রাত দেড়টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ১০ বিজিবি, কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন।

ইফতেখার হোসেন বলেন, “ভারতের ২৫ গজ অভ্যন্তরে কামাল হোসেন নামের ওই যুবক গেলে বিএসএফ সদস্যরা তার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে গেছে। পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফিরিয়ে আনা হবে। তদন্ত করে দেখা হচ্ছে, কেন ভারতের অভ্যন্তরে গিয়েছিল ওই যুবক।”

Link copied!