• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০১:৫৯ পিএম
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে মো. ভদু (৩০) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় আহত হয়েছেন ওহিদুল ইসলাম (২৩) নামের আরও একজন।

বলে খবর পাওয়া গেছে। গুলিতে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন একজন।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে উপজেলার শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে বলে ধারণা স্থানীয়দের।

নিহত মো. ভদু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মুনশিপাড়া সাহাপাড়ার তাজির উদ্দিন তাজুর ছেলে। তার মরদেহ ভারতীয় অংশ আছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

অন্যদিকে আহত ওহিদুল মুনশিপাড়ার মাওলানাপাড়ার আজিজুল ইসলামের ছেলে। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, “আমরা এ ঘটনার ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারিনি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। খোঁজ নেওয়া হচ্ছে।”

Link copied!