• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাবান্ধায় ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ০৫:৩৩ পিএম
বাংলাবান্ধায় ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ঈদুল আজহা উপলক্ষে ও সাপ্তাহিক ছুটিসহ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম সাত দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

শনিবার (১৫ জুন) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থলবন্দর সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে ভারতের ফুলবাড়ি এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভার সিদ্ধান্তে ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত টানা ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার থাকায় আগামী শনিবার (২২ জুন) বাংলাবান্ধা স্থলবন্দর যথারীতি কার্যক্রম স্বাভাবিক হবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী জানান, ঈদ উপলক্ষে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার। 

Link copied!