• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেনাপোল-পেট্রাপোলে আমদানি রপ্তানি বন্ধ


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৪, ০৬:৪২ পিএম
বেনাপোল-পেট্রাপোলে আমদানি রপ্তানি বন্ধ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর। ছবি : প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রোববার (৭ জানুয়ারি) একদিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

শুক্রবার (৫ জানুয়ারি) বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজেদুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণায় রোববার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল আজিজ খান জানান, সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ নিরাপত্তার জন্য রোববার একদিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

দেশব্যাপী চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ। ইতোমধ্যে শুক্রবার প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

Link copied!