• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১১ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

গ্রেপ্তারের ৮ ঘণ্টার মধ্যে ছাত্র আন্দোলনের সেই নেতার জামিন


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৫:২৫ পিএম
গ্রেপ্তারের ৮ ঘণ্টার মধ্যে ছাত্র আন্দোলনের সেই নেতার জামিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলার ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আক্তার হোসেনকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (২৩ মার্চ) বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ছগির আহমদ জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী ও সিলেট জেলা বারের সদস্য অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

এদিন ভোরে সিলেট সদর উপজেলার হাউসা গ্রাম থেকে আক্তারকে গ্রেপ্তার করে মহানগরীর শাহপরান (রহ.) থানা পুলিশ। গ্রেপ্তারের প্রায় ৮ ঘণ্টার মাথায় মহানগর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত থেকে তিনি জামিন পেলেন।

এর আগে শনিবার (২২মার্চ) নগরীর আমান উল্ল্যাহ কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখা। ইফতারের আগ মুহূর্তে মঞ্চে বক্তব্য রাখছিলেন এনসিপি সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসমিন জারা। এসময় মঞ্চের সামনের সারিতে বসা ও বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল বাধে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এ ঘটনায় আক্তারসহ ১৫-২০ জনের বিরুদ্ধে শনিবার রাতে শাহপরান থানায় মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ও লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহবুবুর রহমান শান্ত।

মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম জানান, আক্তার হোসেন জামিন পেয়েছেন। তাকে ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছিল। আক্তার সিলেটের মদন মোহন কলেজের ছাত্র ও হাউসা গ্রামের আব্দুল মুনিরের ছেলে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!