• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহারি গাছের শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০৬:২৯ পিএম
বাহারি গাছের শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা

দিনাজপুরের খানসামার সাবেক গুলিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো স্থায়ী শহীদ মিনার। তাই শহীদদের শ্রদ্ধা জানাতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাহারি গাছ দিয়ে নির্মাণ করেছেন ব্যতিক্রমী এক শহীদ মিনার।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ব্যতিক্রমী এ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জাল নিবেদন করা হয়।

জানা যায়, ২০১৭ সালে প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বিদ্যালয়ে সবুজে ঘেরা পরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন বাহারি গাছ লাগান। এরপর তিনি এসব বাহারি গাছ দিয়ে তৈরি করেন শহীদ মিনার। বিদ্যালয়টি দেখতে প্রতিদিনি আসেন বিভিন্ন জেলার পর্যটক।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শিমুল জানায়, “আমার স্কুলে (বিদ্যালয়) আসতে খুবই ভালো লাগে। আমাদের স্কুলে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। গতবার আমি গাছের তৈরি শহীদ মিনারে ফুল দিয়েছি। এবারও দিলাম। সত্যি অনেক ভালো লাগছে আমার।”

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, “গত বছরের মতো এবারও আমরা ফুল বাগানের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানিয়েছি। শহীদ মিনারের সঙ্গে গাছ দিয়ে তৈরি বিভিন্ন স্তম্ভ ও প্রতীকের কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়মুখী হয়েছে। আবার অনেক পর্যটকও আসেন। এটা আমার অনেক বড় প্রাপ্তি।” 

Link copied!