• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ১১:০৯ এএম
অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিলেটের অফিসার্স ক্লাব বিয়ানীবাজার আয়োজিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে  অংশগ্রহণ করেন বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

১ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন। সেই সঙ্গে পিঠা উৎসবেরও আয়োজন করা হয়।

টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করে এবং রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে নীলাদ্রি স্ম্যাশার্স, লালাখাল স্টোকার্স, হাকালুকি সাটল রকার্স, হামহাম হান্টার্স, জাফলং গ্ল্যাডিয়েটর্স ও কুশিয়ারা গ্ল্যাডিয়েটর্স।

গ্রুপ পর্ব, সেমিফাইনাল শেষ করে ১৪ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় নীলাদ্রি স্ম্যাশার্স ও লালাখাল স্ট্রোকার্স। উপজেলা নির্বাহী অফিসার মিজ আফসানা তাসলিম টসের মাধ্যমে খেলা আরম্ভ হয়। নীলাদ্রি স্ম্যাশার্সের হয়ে খেলায় অংশগ্রহণ করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহম্মদ উল্লাহ পারভেজ এবং উপজেলা সহকারী প্রোগ্রামার জনাব শামীম আহমেদ। অন্যদিকে লালাখাল স্ট্রোকার্সের হয়ে অংশগ্রহণ করেন কৃষি ব্যাংকের ম্যানেজার বাবরুল হোসেন এবং এলজিইডির উপসহকারী প্রকৌশলী আরিফ আনোয়ার।

খেলায় নীলাদ্রি স্ম্যাশার্স চ্যাম্পিয়ন এবং লালাখাল স্ট্রোকার্স রানার্সআপ হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মিজ আফসানা তাসলিম। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!