• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইনজীবী হত্যার ঘটনায় যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৯:২২ পিএম
আইনজীবী হত্যার ঘটনায় যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী

চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় বিচার দাবি করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন মিজানুর রহমান আজহারী।

দেশের চলমান সংঘাতময় পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, “সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্পকার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।”

একই সঙ্গে দ্রুততম সময়ে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান আজহারী।

উল্লেখ্য, চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় হতাহত ৬-৭ জন চমেক হাসপাতালে আনা হয়। এর মধ্যে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

Link copied!