সাতক্ষীরার আশাশুনিতে বাড়িতে অবৈধভাবে বিদেশি মদ রাখার অভিযোগে উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে বাড়ির সামনে থেকে যৌথ বাহিনী তাকে আটক করে।
পরে সন্ধ্যায় থানা থেকে তাকে নিয়ে চাপড়ার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে বিদেশি ৪ বোতল মদ জব্দ করে যৌথ বাহিনী।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী বলেন, “আশাশুনি থানার এসআই বিশ্বজিৎ ঘোষ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। বুধবার (২১ আগস্ট) তাকে আদালতে পাঠানো হবে।”