• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ০৪:৫৮ পিএম
ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

কক্সবাজারের উখিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া থানার কুতুপালং বাজারের এমএসএফ হাসাপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মৌলভী ইদ্রিস। তিনি উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ-৫ এ বসবাস করতেন। আহতরা হলেন পালংখালী ঘোনারপাড়া আব্দুস সালামের ছেলে খায়রুল বাশার (৪০), আব্দুল বাশারের ছেলে নুরুল আমিন (৫০), কলিম উল্যাহ (২০), রহিমা খাতুন (৫০) ও নুর হাসিম (১২)।

উখিয়া থানার শাহপরীর হাইওয়ের উপপরিদর্শক নাজমুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাজমুল জানান, অটোরিকশায় চড়ে কুতুপালং বাজার থেকে কয়েকজন যাত্রী বালুখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৌলভী ইদ্রিস নিহত হন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!