• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

অটোরিকশার ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ০৬:০৯ পিএম
অটোরিকশার ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে হুমাইরা আক্তার নামের এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরীফের সামনের সড়কে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই স্থানে রাস্তার পাশে শিশু হুমাইরাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন মা হাবিবা বেগম।

এ সময় দুর্ঘটনাকবলিত অটোরিকশার ধাক্কায় হাবিবা বেগমের কোল থেকে ছিটকে পড়ে হুমাইরা গুরুতর আহত হয়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, অটোরিকশা দুটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!