ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা।
সোমবার (২০ মে) দুপুরে তারা এই বিক্ষোভ শুরু করেন। এসময় তারা সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধের চেষ্টা করলে পুলিশ সেখানে অবস্থান নেয়।
এর আগে ঢাকার ডেমরার ডগাইর এলাকা থেকে মিছিল নিয়ে অটোরিকশাচালকরা মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অবস্থান নেন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) এ কে এম শরফুদ্দিন জানান, ডগাইর মোড়ে কয়েকজন অটোরিকশাচালক সড়কে আগুন দিয়ে বিক্ষোভের চেষ্টা করেছিলেন। মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, “সিদ্ধিরগঞ্জের তেমন কোনো বিশৃঙ্খলার ঘটেনি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যে কোনো পরিস্থিতি এড়াতে আমরা সাইনবোর্ড এলাকায় অবস্থান করছি।”
এর আগে ১৫ মে রাজধানীর অলিগলিতে দাপিয়ে বেড়ানো বিপজ্জনক ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জানায়, ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রংচটা, জরাজীর্ণ, লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন অটোরিকশাচালকরা।