নড়াইলের লোহাগড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালক নাসির নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উপজেলার ইতনা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে লোহাগড়া উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ও লোহাগড়া থেকে আসা নড়াইল অভিমুখি একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক নাসির নিহত হন। এ ঘটনায় অটোরিকশার ৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তুলরামপুর হাইওয়ে থানার (টিএসআই) মো. লিয়াকত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।