• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

অটোরিকশাচালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: মে ২২, ২০২৩, ০২:১২ পিএম
অটোরিকশাচালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নওগাঁর বাইপাস ইটভাটা থেকে অতুল (৩৮) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ মে) সকালে শহরের বাইপাস সড়কের পাশে আজাদের ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অতুল সদর উপজেলার সুলতানপুর মটের ঘাট গ্রামের মৃত অভয়ের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, অতুল পেশায় অটোরিকশাচালক। প্রতিদিনের মতো রোববার অটোরিকশা নিয়ে নওগাঁ শহরে আসেন অতুল। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। আজ সকালে বাইপাস এলাকার একটি ইটভাটায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি ফয়সাল আরও জানান, মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!