• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুনামগঞ্জে ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪, ১২:৪০ পিএম
সুনামগঞ্জে ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নম্বর বংশীকুন্ডা ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কক্ষে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে আংশিক ক্ষতি হয়েছে। পরে ওই কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আগুন নিভিয়ে ফেলে।

শনিবার (৬ জানুয়ারি) ভোর ৪টায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন ভোটকেন্দ্রটি পরিদর্শন করেছেন।

জানা যায়, ২ নম্বর বংশীকুন্ডা ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি মধ্যনগর থানা থেকে ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। যাতায়াত ব্যবস্থা হিসেবে শুধু মোটরসাইকেল ও নৌকা ব্যবহার করা হয়। এ ভোটকেন্দ্রটি অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় কেন্দ্রে ভোটের আগের রাতে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া জানান, আগুনে প্রাক্‌-প্রাথমিক কক্ষে থাকা কার্পেট আংশিক পুড়ে ক্ষতি হয়েছে আগুনের ধোঁয়ার কালো হয়েছে দরজা জানালা। এ ছাড়া বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

ওসি এমরান হোসেন জানান, দুর্বৃত্তরা ভোরে বারান্দার জানালা দিয়ে পেট্রল বা কেরোসিন ফেলে গ্যাস ম্যাচ দিয়ে আগুন দেয়। ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা আনসার সদস্য আগুন নিভিয়ে দেয়। তবে ভোটকেন্দ্রের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

Link copied!