• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

শিশুর গলায় ছুরি ঠেকিয়ে মাকে ধর্ষণের চেষ্টা


যশোর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৮:৪১ এএম
শিশুর গলায় ছুরি ঠেকিয়ে মাকে ধর্ষণের চেষ্টা
ছবি : সংগৃহীত

যশোরে শিশুর গলায় ছুরি ঠেকিয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে মাকে ধর্ষণের চেষ্টা করেছে তিন দুর্বৃত্ত। পরে ভুক্তভোগী ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা।

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদর পল্লিতে এ ঘটনা ঘটে। ওই নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী নারীর বোন জানিয়েছেন, দুর্বৃত্তদের মধ্যে একজনকে চেনা গেছে। সে এলাকার মৃত আলমগীরের ছেলে হাসান। হাসান তার ছোট ভাইয়ের বন্ধু। সেই সুবাদে মাঝেমধ্যে তার বোনের বাড়িতে আসা-যাওয়া করত।

এলাকাবাসী জানান, রোববার সন্ধ্যার পর হাসান ওই নারীর (২৬) ঘরে নিজের মোবাইলফোন চার্জ দিয়ে যায়। রাত সাড়ে আটটার দিকে আরও দুজনকে নিয়ে হাসান ওই বাড়িতে প্রবেশ করে। এসময় ওই নারী রান্না করছিলেন। সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার চার বছর বয়সী শিশু কন্যাকে জিম্মি করে গলায় ছুরি ঠেকিয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ধর্ষণে উদ্যত হলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ভুক্তভোগী নারী চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা তার গালে গেঞ্জি ঢুকিয়ে দেয়। এর পরপরই এলাকাবাসী ছুটে আসলে ওই নারীর বা হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা ওই নারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর জেনারেল হাসপাতালের সেবিকারা জানিয়েছেন, ওই নারীর হাতের একপাশ দিয়ে ছুরি ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে। তার শিশুকন্যার গলায় ধারালো অস্ত্রের সামান্য আঘাত লেগেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, ধর্ষণচেষ্টার সময় তিনজন ছিল বলে হাসপাতালে ভর্তি ওই ভুক্তভোগী নারী জানিয়েছেন। এখনো কোনো অভিযোগ করেনি তারা। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। ঘটনা সত্য হলে পুলিশ অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে। ইতোমধ্যে এ ঘটনার বিষয়টি আমলে নিয়ে পুলিশের একাধিক টিম অপরাধীদের আটকে অভিযান অব্যাহত রেখেছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!