• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কবি রাধাপদ সরকারের ওপর হামলা, থানায় মামলা


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ০৯:১১ এএম
কবি রাধাপদ সরকারের ওপর হামলা, থানায় মামলা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জেরে কবি রাধাপদ সরকারের (৮০) ওপর হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১ অক্টোবর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

রাধাপদ সরকার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোদ্ধারের পাড় গ্রামের বাসিন্দা। এ ঘটনায় রাধাকান্ত দাসের ছেলে শ্রী যুগল রায় অভিযুক্তদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা করেন।

এজাহার সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাধাপদ রায়ের ওপর হামলা চালান মো. রফিকুল ইসলাম ও কদুর আলী নামের দুই ভাই। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কবির শরীরের বিভিন্ন অংশে আঘাত করে চলে যান। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন তিনি। অভিযুক্তরা একই ইউনিয়নের কচুয়ারপাড় এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

রাধাপদ সরকারের ছেলে শ্রী যুগল রায় বলেন, “পরিকল্পিতভাবে আমার বাবার ওপর হামলা চালায় রফিকুল ইসলাম ও কদুর আলী। পরে বাবাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।”

নাগেশ্বরী থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, “খবর পেয়ে তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছি। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Link copied!