• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

আইনজীবীদের একপক্ষের ওপর আরেক পক্ষের হামলা, আহত ৩


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১১:৪১ এএম
আইনজীবীদের একপক্ষের ওপর আরেক পক্ষের হামলা, আহত ৩
ছবি : সংগৃহীত

পটুয়াখালীতে আইনজীবীদের একপক্ষের ওপর আরেক পক্ষের হামলার ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামীপন্থী আইনজীবীদের ওপর বিএনপিপন্থী আইনজীবীদের হামলার অভিযোগ উঠেছে। এতে সরকারি কৌঁসুলিসহ (পিপি) তিনজন আহত হন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় এ ঘটনা ঘটে।

আহত আইনজীবীরা হলেন পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও জামায়াত নেতা রুহুল আমিন, পৌর জামায়াতের ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি অ্যাডভোকেট মো. মহিউদ্দিন ও জামায়াত কর্মী গাজী মোহাম্মদ হুমায়ূন কবির। তাদের মধ্যে গুরুতর আহত রুহুল আমিনকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপিপন্থী আইনজীবীরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। সংগঠনের গঠিত নির্বাচন কমিশনও হামলার বিষয়ে কোনো অভিযোগ পায়নি বলে দাবি করেছে।

জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫ ঘোষণা করেছে সংগঠন থেকে গঠিত নির্বাচন কমিশন। মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৯টি পদে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় ছিল। এতে জামায়াত সমর্থিত জেলা ল ইয়ার্স কাউন্সিল ওই ৯ পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে ৬টি পদে মনোনয়নপত্র বিক্রি করে নির্বাচন কমিশন। তবে বাকি তিনটি পদ, সাধারণ সম্পাদক সহসভাপতি, সদস্য পদে মনোনয়ন চাইলে ল ইয়ার্স কাউন্সিল আইনজীবীদের ওপর হামলা হয়। তাদের অভিযোগ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা এই হামলা চালিয়েছেন।

জানা গেছে, নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোহসীন উদ্দিন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি। কমিশনের অপর দুজন বিএনপি সমর্থিত আইনজীবী।

জেলা ল ইয়ার্স কাউন্সিলের সদস্য ও জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের জামায়াতের ল ইয়ার্স কাউন্সিল সব কটি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে তিনটি পদে বিক্রি করেনি নির্বাচন কমিশন। উল্টো আমাদের তিন আইনজীবীর ওপর অতর্কিত হামলা চালানো। এই হামলা নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক শরিফ সালাহউদ্দিন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মিজান মাস্টার, মাহবুবুর রহমান সুজন, আরিফুর রহমান, আরিফ হোসেন, নাজমুল আহসান হোসেন মুন্না ও তৌফিক হোসেন মুন্না।’

আহত পিপি রুহুল আমিন বলেন, ‘আমরা একটি সুন্দর নির্বাচনের জন্য প্যানেল দিয়েছিলাম। তবে মনোনয়নপত্র কিনতে গেলে বিএনপিপন্থী আইনজীবীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালান।’

জানতে চাইলে জেলা আইনজীবী সমিতি-২০২৫ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মোহসীন উদ্দিন বলেন, ‘জেলা জামায়াতের আমির নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করে গিয়েছেন। তাদের ওপর হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। এ ছাড়া তিনটি পদে মনোনয়নপত্র বিক্রি না করার অভিযোগ মিথ্যা।’

Link copied!