সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার ১৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদার মোড়ল (৫৭) মারা গেছেন।
বুধবার (২১ জুন) ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিদার মোড়ল কলারোয়া উপজেলার শ্বরসকাটি গ্রামের তমেজ উদ্দীনের ছেলে।
সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বিদার মোড়লকে কারাগারে প্রেরণ করেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার তিনটি মামলায় তিনি ১৮ বছর তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। কারাগারে থাকা অবস্থায় গত ২৫ এপ্রিল তার বাম পায়ে গ্যাংগ্রীনি রোগে আক্রান্ত হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজে নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়। গত ৩০ এপ্রিল খুলনায় পাঠানো হয় তাকে। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান।
২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে হাসপাতালে দেখে যশোরে ফিরছিলেন। পথে কলারোয়ায় সন্ত্রাসীদের হামলা শিকার হন। এতে শেখ হাসিনা অক্ষত থাকলেও তার সফরসঙ্গী কয়েক ডজন নেতাকর্মী আহত হন। এঘটনায় করা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠান আদালত।