• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

আরসার সামরিক কমান্ডার গ্রেপ্তার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৩, ০৮:৪৩ এএম
আরসার সামরিক কমান্ডার গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ থেকে আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে টেকনাফ শামলাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নূর মোহাম্মদ আরাকান স্যালভেশন আর্মি (আরসার) সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে র‌্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি সদস্যদের ধরতে অভিযান এখনো চলমান।

র‌্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু সালাম চৌধুরী বলেন, “আরসার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে টেকনাফের শামলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি সদস্যদের ধরতে আমাদের অভিযান এখনো চলছে।”

Link copied!