• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

হাসপাতালে এসে দেখেন মা-বাবা নেই, কাতরাচ্ছেন ভাই-বোন


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১১:৫৮ এএম
হাসপাতালে এসে দেখেন মা-বাবা নেই, কাতরাচ্ছেন ভাই-বোন
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের বলুয়ার দিঘির পাড়ে বসতঘরে আগুন লাগার পর ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে বলুয়ার দিঘির পশ্চিম পাড়ের জাফর সওদাগরের কলোনিতে এই আগুন লাগার ঘটনা ঘটে। একই ঘটনায় ওই দম্পতির দুই সন্তানসহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন মো. ইলিয়াছ (৫০) ও তার স্ত্রী পারভিন আক্তার (৪৫)। আহত ব্যক্তিরা হলেন মো. ফয়সাল (১৯), মো. সোহান (১৯) ও শাহীনা আক্তার (২৩)। তাদের মধ্যে সোহান ও শাহীনা নিহত ওই দম্পতির সন্তান। আহত ব্যক্তিরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানায়, আগুন নেভানোর পর পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহত ব্যক্তিদের শরীরে পোড়ার ক্ষত নেই। তবে ধোঁয়ায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকেরা জানান।

সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কথা হয় নিহত দম্পতির মেয়ে তাহসিন আক্তারের সঙ্গে। তিনি বলেন, ঘরের বাইরে থাকায় তিনি আগুন থেকে রক্ষা পেয়েছেন। খবর পেয়ে হাসপাতালে এসে দেখেন, তার মা-বাবা আর নেই। ভাই-বোনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, তারা সকাল ৬টা ৪২ মিনিটে আগুনের সংবাদ পায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সকাল আটটার দিকে আগুন নেভানো হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!