ফেনীতে বিলুপ্ত প্রজাতির ১০৮টি কচ্ছপ পাচারকালে কনক চন্দ্র দাস (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ মে) দুপুরে ফেনী কাজিরবাগ ইকোপার্কের পুকুরে ও কালিদাস পাহালিয়া নদীতে উদ্ধারকৃত কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।
গ্রেপ্তার কনক চন্দ্র দাস লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কনক চন্দ্র দাসকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কনক চন্দ্র দাস লক্ষীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন চরএলাকা থেকে বিভিন্ন সাইজের কচ্ছপ সংগ্রহ করে মাদারীপুর, সাতক্ষীরা ও খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করতেন।
ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল ভৌমিক জানান, দেশের বণ্যপ্রাণী সংরক্ষিত আইন অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষণের লক্ষ্যে উদ্ধারকৃত কচ্ছপগুলোর মধ্য থেকে কিছু কচ্ছপ ইকোপার্কের পুকুরে ও বাকিগুলো কালিদাস পাহালিয়া নদীর মিঠাপানিতে অবমুক্ত করা হয়েছে।
এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।