সিরাজগঞ্জে জাল টাকাসহ ফরিদুল ইসলাম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সামিউল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বুধবার (১০ মে) গভীর রাতে উপজেলার মাটিকুড়া মাঠপাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
ফরিদুল ইসলাম জেলার উল্লাপাড়া উপজেলার মাটিকুড়া মাঠপাড়া গ্রামের মো. কালা চাঁনের ছেলে।
সামিউল আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার মাটিকুড়া মাঠপাড়ায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরীর মূলহোতা ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার ৮০ টি, ৫০০ টাকার ৬৭৫টি, ২০০ টাকার ৮৫টি, ১০০ টাকার নোট ১২৫ টি, ৫০ টাকা ১৮০ টি নোটসহ মোট ৪ লাখ ৫৬ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়া জাল টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় দেড় বছর ধরে ফরিদুল ইসলাম নিজ বাড়ি থেকে জাল টাকা তৈরী করে টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ বিভিন্ন জেলায় স্বল্প মূল্যে বিক্রি করে আসছিলেন। জব্দকৃত আলামতসহ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।