• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

শার্শায় সোনার বারসহ গ্রেপ্তার ১


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ০৪:০৪ পিএম
শার্শায় সোনার বারসহ গ্রেপ্তার ১

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ১৩টি সোনার বারসহ কামরুজ্জামান ওরফে কামরুল (৩৩) নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে শার্শা উপজেলার গাজীপাড়া গ্রামের জব্বারের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামরুল গোগা গ্রামের কুদরত উল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় কামরুজ্জামান ওরফে কামরুলের দেহ তল্লাশি করে তার কোমড়ে লুকিয়ে রাখা অবস্থায় ১৩ টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা। কামরুলের বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। 

Link copied!