কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ মে) সন্ধ্যায় কুয়াকাটা পৌর শহরের আনন্দ বাড়ি গেস্ট হাউজের সামনে কয়েকজন নারী ও পুরুষ পর্যটককে মারধর করে টাকা নিয়ে যায় ছিনতাইকারী চক্রের সদস্যরা।
এ ঘটনায় সাব্বির হোসেন নামের এক পর্যটক মহিপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে রাতে একটি মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন মহিপুরের আব্দুস সালামের ছেলে মো. বাইজিদ ও ফোরকান দফাদারের ছেলে তানভির ওরফে শান্ত।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক (ওসি) হাসনাইন পারভেজ জানান, পর্যটকদের মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে মহিপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের বলেন, ছিনতাই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।