• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ২ রজব ১৪৪৬

কালকিনিতে ট্রিপল মার্ডারের ঘটনায় গ্রেপ্তার ২


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৫:৪৬ পিএম
কালকিনিতে ট্রিপল মার্ডারের ঘটনায় গ্রেপ্তার ২

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ট্রিপল মার্ডারের ঘটনায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় কোন্দলের জেরে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় নিহতের পরিবার কালকিনি থানায় পৃথক ২টি হত্যা মামলা করে নিহতের পরিববার। দুই মামলায় বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে প্রধান করে ৯৯ জনকে আসামি করা হয়। এছাড়া আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ইউপি সদস্য আক্তার শিকদারের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এই তিন জন খুন হয়েছে। এ ঘটনার পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাজার-ঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা এলাকায় টহল দিচ্ছে।  

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “পৃথক দুটি হত্যা মামলা করেছেন নিহতের পরিবার। মামলায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান সুমন ও দ্বিতীয় আসামি তার ছোট ভাই মশিউর রহমান রাজন। এদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্য আসামিদের মধ্যে সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেন মতুকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় নিরাপত্তার জন্যে পুলিশ মোতায়েন আছে।” 

Link copied!