• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

নরসিংদীতে লুট হওয়া অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০৪:৫০ পিএম
নরসিংদীতে লুট হওয়া অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর

নরসিংদীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে জেলা কারগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেলসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১৮ আগস্ট) দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্প থেকে এসব অস্ত্র হস্তান্তর করা হয়।

জেলা পুলিশের পক্ষে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহামেদ অস্ত্রগুলো গ্রহণ করেন।

এর আগে বুধবার (১৩ আগস্ট) রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের কালিরহাট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে কারাগার হতে লুট হওয়া ১টি শটগান রাইফেল উদ্ধার, শুক্রবার (১৬ আগস্ট) রাতে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় জঙ্গলে লুকিয়ে রাখা ১টি রাইফেল উদ্ধার করা হয়।

এছাড়া (৮ আগস্ট) নরসিংদী বড় বাজার জামে মসজিদ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি হতে ২৬ রাউন্ড রাবার বুলেট ও (১১ আগস্ট) রায়পুরার মেথিকান্দা এলাকার জলাশয়ে একদল ডাকাতের ফেলে যাওয়া একনলা ৩টি বন্দুক উদ্ধার করে সেনাবাহিনী।

Link copied!