• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ছিনতাইকারী ধরতে গিয়ে মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৮:৫৩ পিএম
ছিনতাইকারী ধরতে গিয়ে মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া ২টি বিদেশি রিভলবার ও ১৬টি বুলেট উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) সাগরিকা এলাকার কাস্টম একাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পাশে ঝোপের ভেতর থেকে এসব অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, মূলত গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছিল। অভিযানে গিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা চট্টগ্রাম নগর এবং জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনা ঘটে। এরপর থেকে বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালায় পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল। থানায় সরাসরি দিতে না পারলে কোথাও ফেলে যেতে বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে কেউ এগুলো অনেক দিন আগে ফেলে গেছে।

Link copied!