কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া সেই বাংলাদেশি ৫ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে নাফ নদীর টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটিঘাট হয়ে তারা ফেরত আসেন।
এর আগে সোমবার (৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশি ৫ জেলে টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করতে যান। ওই সময় তাদের বোটের ইঞ্জিন বিকল হলে মিয়ানমার জলসীমা অতিক্রম করার সঙ্গে সঙ্গে পেরামপুরো ঘাট হতে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এসে তাদের বোটসহ ধরে নিয়ে যায়।
ফেরত আসা জেলেরা হলেন- সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ রাসেল মিয়া (২৩), আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আলম (২২), আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল মিয়া (১৭), মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯), চকরিয়া এলাকার খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ রাশেদ (২৪)।
দুপুরে টেকনাফ বাংলাদেশ মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে সংবাদ সম্মেলনে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
কর্ণেল মহিউদ্দিন বলেন, “জেলেদের আটকের খবর শুনে আমরা মিয়ানমার আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত আনতে সক্ষম হয়েছি। এখন জেলেদের আমরা তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করব।”
এদিকে সন্তানদের ফেরত পেয়ে খুশি জেলেদের স্বজনরা। সরকারের সহযোগিতায় আরাকান আর্মির বন্দিদশা হতে দেশে ফেরত আনায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির উপ অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, ইন্টেলিজেন্স অফিসার মেজর ইশতিয়াক আহমদ।