• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাফ নদী থেকে ৬ মাঝিকে তুলে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ১২:৩৪ পিএম
নাফ নদী থেকে ৬ মাঝিকে তুলে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
জেলার মানচিত্র

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের আরাকান আর্মি ৬ জন মাঝিমাল্লাসহ দুটি ট্রলার অপহরণ করেছে।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটের ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।

আব্দুর রশিদ বলেন, টেকনাফের ঘাট থেকে ইট, বালি ও সিমেন্ট বোঝাই দুটি ট্রলার সোমবার বিকেলে ৬ মাঝিমাল্লা নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু নাফ নদীতে জোয়ার ভাটার কারণে ট্রলার দুটি শাহপরীর দ্বীপে অবস্থান নেয়। এরপর মঙ্গলবার ট্রলার দুটি নাফ নদী হয়ে আবারও সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বুধবার পেরিয়ে গেলেও সেন্টমার্টিনে পৌঁছায়নি।

আব্দুর রশিদ আরও বলেন, “সম্ভবত আরাকান আর্মি তাদের অপহরণ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীকে আমরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি।”

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, তাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!