• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬
পুলিশের সঙ্গে সংঘর্ষ

বিএনপি ৩ নেতার আগাম জামিন


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৭:০০ পিএম
বিএনপি ৩ নেতার আগাম জামিন

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির ৩ নেতা।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহ আদালতে আগাম জামিনের আবেদন করলে আদালত তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

জামিনপ্রাপ্তরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সোনারগাঁ থানা যুবদল নেতা রাজু আহমেদ রমজান।

বিএনপি নেতাদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান খানসহ কয়েকজন আইনজীবী।

অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান খান জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে (১ সেপ্টেম্বর) আনন্দ র‌্যালি বের করতে চাইলে পুলিশ নেতাকর্মীদের বাধা দেয়। এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জসহ গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। ঘটনাস্থলে শাওন নামের এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

Link copied!