• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলার কমিটি অনুমোদন


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৮:২৮ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলার কমিটি অনুমোদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

রোববার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত কমিটিটি প্রকাশ করেন সমন্বয়ক হাসিবুল ইসলাম।

নবগঠিত কমিটিতে সিলেট মদনমোহন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমনদ্দোজা আহমদকে আহ্বায়ক ও সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান সাকিবকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া ৯ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৮ জনকে যুগ্ম সদস্য সচিব করে কমিটিতে যুক্ত করা হয়েছে।

মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থী রুহি আক্তার, মুখপাত্র সুনামগঞ্জ সরকারি কলেজের রুহুল আমীন। সংগঠক পদে আরও ১১ এবং সদস্য পদে ৬৭ জনসহ মোট ৯৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Link copied!