• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ভোটকেন্দ্রে আনসার সদস্যকে মারধর, যুবকের কারাদণ্ড


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২৪, ০৩:০২ পিএম
ভোটকেন্দ্রে আনসার সদস্যকে মারধর, যুবকের কারাদণ্ড

বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় এক আনসার সদস্যকে মারধর করার অভিযোগে শাকিল শেখ (২১) নামের এক যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মহাসিনিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

বাগেরহাট জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাকিল শেখকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত শাকিল শেখ শেহালাবুনিয়া এলাকার মৃত মোস্তফা শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহাসিনিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে নির্বাচনে ভোটারদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার সদস্য মোতালেব হোসেন। এ সময় শাকিল শেখ নামের ওই যুবক নারী ও পুরুষদের লাইন ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। আনসার সদস্য মোতালেব তাকে বাধা দিলে শাকিল তাকে ধাক্কা দিয়ে মারধর শুরু করেন। এ সময় দায়িত্বে থাকা অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে শাকিলকে আটক করেন।

ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ বলেন, আটক শাকিল শেখ তার অপরাধ স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

Link copied!