দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাকে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
তারা হলেন পাথর বোঝাই ট্রাকের চালক শিলন মিয়া (৪০) ও সাইফুল ইসলাম (২২)। সোমবার (২৮ নভেম্বর) ভোরে উপজেলার গাইবান্ধা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
শিলন কুষ্টিয়া কুমারখালি উপজেলার বাঁশআড়া এলাকার সিরাজ শেখের ছেলে এবং সাইফুল একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মোজ্জাফর রহমান বলেন, শিলন এবং সাইফুল পঞ্চগড় থেকে ট্রাকে পাথর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ট্রাকটি ঘোড়াঘাট এলাকার আজাদ মোড়ে পৌঁছালে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাককে পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইফুলের। গুরুত্ব আহত শিলনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।