• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ময়মনসিংহ-৩ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৪, ০৬:১৭ পিএম
ময়মনসিংহ-৩ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা
নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি। ছবি : সংগৃহীত

ব্যালট ছিনতাইয়ের ঘটনায় স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বেসরকারিভাবে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি জয়ী হয়েছেন।

গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকাল ৪টা পর্যন্ত।

বেসরকারি ফলাফল থেকে জানা গেছে, ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে মোট ভোটার তিন হাজার ৩২ জন। এরমধ্যে এক হাজার ২৯৫ ভোট পেয়েছেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট।

৯২টি কেন্দ্রে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়েছেন।  

বিজয়ী নিলুফার আনজুম পপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্ত্রী।

Link copied!