• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

ঝোপে পড়ে ছিলেন অসুস্থ বৃদ্ধা, হাসপাতালে নিলো পুলিশ


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: মে ২১, ২০২৩, ০৯:৩৯ এএম
ঝোপে পড়ে ছিলেন অসুস্থ বৃদ্ধা, হাসপাতালে নিলো পুলিশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিলের নির্জন ঝোপ থেকে উদ্ধার করে দোলেনা বেগম (৯০) নামের এক বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।

শনিবার (২০ মে) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে উপজেলার মুশুল্লী ইউনিয়নের ভারুয়া বিল থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়।

নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হোসেন বলেন, “ওই এলাকার ফারুক মিয়া নামের এক যুবক হাঁস খুঁজতে বিলে যান। সেখানে গিয়ে একটি উঁচু মাটির টিলায় ঝোপের মধ্যে ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে।”

এসআই রুবেল আরও বলেন, “যে বিল থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে, সে জায়গাটি নীরব। কেউ ওইখানে যায় না। দুই দিন আগে ওই বৃদ্ধাকে বিলের মাঝখানে কে বা কারা ফেলে রেখে গেছে। তিনি অসুস্থ ছিলেন। উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে। বৃদ্ধা শুধু নিজের নাম বলতে পেরেছেন। কিছুটা সুস্থ হল নাম ঠিকানা জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!