ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সে আগুন লেগে ঘটনাস্থলে নিহত সাতজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানের উপস্থিতিতে কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল ফারুক রানা স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করেন।
এর আগে বিকেল ৩টার দিকে জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার মরদেহগুলো বাড়িতে নিয়ে যাওয়া ও দাফনের জন্য নিহতের পরিবারের সদস্যদের বিশ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করার ঘোষণা দেন।
এদিন বেলা ১১টার দিকে জেলা ভাঙ্গা মালিগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে ঘটনাস্থলেই ৭ যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে আহত অবস্থায় অ্যাম্বুলেন্সের চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে সেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় সর্বমোট মৃতের সংখ্যা ৮ জন।
ফরিদপুর হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের সামনের অংশে আগুন ধরে যায়। ফলে এ হতাহতের ঘটনা ঘটে।