• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

পেঁয়াজক্ষেতে মাটিতে পোঁতা অবস্থায় ছিল অ্যাম্বুলেন্স চালকের মরদেহ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০২:৫১ পিএম
পেঁয়াজক্ষেতে মাটিতে পোঁতা অবস্থায় ছিল অ্যাম্বুলেন্স চালকের মরদেহ

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর পেঁয়াজক্ষেত থেকে মাটিতে পোঁতা অবস্থায় মো. কামাল মৃধা (৪২) নামে এক অ্যাম্বুলেন্সচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের একটি পেঁয়াজের জমিতে পুঁতে রাখা অবস্থায় ওই অ্যাম্বুলেন্স চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কামাল মৃধা ভোজেরডাঙ্গী গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে। গত ৩০ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ৩০ ডিসেম্বর বিকেলে বাজারে চা খেতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হন কামাল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা। এরই মধ্যে শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন কৃষক ভোজেরডাঙ্গী মাঠে একটি গ্রামীণ মেঠোপথে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। ওই রক্তের দাগ ধরে পাশের একটি পেঁয়াজের জমিতে গিয়ে মাটি খোঁড়া দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই মাটি সরিয়ে মরদেহের একটি হাত দেখেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, নিহত কামাল মৃধা ভাড়ায় অ্যাম্বুলেস চালাতেন। সবসময় তার কাছে নগদ টাকা থাকত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার কাছ থেকে টাকা-পয়সা নিয়ে তাকে গলা কেটে হত্যা করে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!