খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিজ বাসায় নিয়ে দুই শিশুকে একসঙ্গে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ সেকান্দর আলী চোকদার (৬৫) নামের ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ সদরে।
সেকান্দর আলী চোকদার পাশের টঙ্গিবাড়ী উপজেলার সেরজাবাদ গ্রামের মৃত ইসমাইল চোকদারের ছেলে। তিনি চর মুক্তারপুর গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে ভাড়া থেকে শরবত বিক্রয় করেন।
জানা যায়, ধর্ষিতা দুই শিশুর বয়স ৮ ও ১০ বছর। তাদের একজনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামে, অপরজন মুন্সীগঞ্জ সদর উপজেলার কুঞ্জনগর গ্রামে। শিশুরা তাদের মা-বাবার সঙ্গে সদর উপজেলার চর মুক্তারপুর গ্রামে ভাড়া বাসায় থাকত।
২ মার্চ শিশু দুটিকে খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিজ ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন ওই বৃদ্ধ। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ওই বৃদ্ধকে আটক করে ৯৯৯ কল করলে পুলিশ চর মুক্তারপুর গ্রামের বাসা থেকে বৃদ্ধ ও ভিকটিমদের থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “ওই বৃদ্ধ খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একই সময়ে দুই শিশুকে ধর্ষণ করেন। ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমরা বৃদ্ধকে গ্রেপ্তার ও ভিকটিমদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। বৃদ্ধর বিরুদ্ধে মামলা হয়েছে। ভিকটিমদের মেডিকেল পরীক্ষা ও আদালতে জবানবন্দির প্রক্রিয়া চলছে।”