নানা অনিয়মের অভিযোগ উঠেছে মাদারীপুরের ডাসার উপজেলার ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে।
কলেজ সূত্রে জানা যায়, কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান প্রতিষ্ঠানটির কলেজ শাখা থেকে সম্মানি ভাতাবাবদ প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা গ্রহণ করেন। আবার একই প্রতিষ্ঠানের স্কুল শাখা থেকেও প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা গ্রহণ করেন। এছাড়া ক্লাস চলাকালীন সময়ে তিনি শ্রেণিকক্ষে বসে নিয়মিতভাবে প্রাইভেট পড়ান।
প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ মমতাজ বেগম বর্তমানে সাধারণ শিক্ষক হিসেবে দায়িত্বরত থাকলেও কলেজে আসছেন না। তবে প্রতি মাসেই নিচ্ছেন বেতন।
এ বিষয়ে মমতাজ বেগম বলেন, “কলেজের কাজে আমাকে বেশির ভাগ সময়ই ঢাকা থাকতে হয়, তাই সবসময় কলেজে উপস্থিত থাকতে পারি না।”
এছাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমানসহ ১২জন শিক্ষক কোয়ার্টারে বসবাস করলেও সেখানকার নির্ধারিত ভাড়া পরিশোধ না করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কলেজের শিক্ষক মাহতাব হোসেন বলেন, “ভাড়া না দিলেও আমরা নিয়মিত কারেন্ট বিল পরিশোধ করে আসছি।”
অনিয়মের অভিযোগ উঠেছে নিরাপত্তাকর্মীর চাকরি নিয়েও। প্রতিষ্ঠানের নাইট গার্ড পদে প্রায় ১৭ বছর পূর্বে আব্দুল হাকিম নামে এক ব্যক্তির নিয়োগ হলেও তার পরিবর্তে চাকরি করছেন আয়নাল নামে অন্য একজন। আয়নাল নিজেই বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, “আমি আব্দুল হাকিমের পরিবর্তে চাকরি করি।”
এসব অনিয়মের বিষয়ে কথা বলতে চাইলে রাজি হননি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমান। তিনি বলেন, “এই কলেজে বর্তমান সভাপতি ডিসি মহোদয়। বক্তব্য প্রয়োজন হলে আপনারা তার সঙ্গে যোগাযোগ করেন, তার বক্তব্য নেন।”
এ ব্যাপারে ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার বলেন, “কলেজের এ বিষয়গুলো আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি।”