• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

‘নৌকার প্রতিকৃতি’ ভেঙে দল ছাড়লেন আ.লীগ নেতা


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৬:২৮ পিএম
‘নৌকার প্রতিকৃতি’ ভেঙে দল ছাড়লেন আ.লীগ নেতা
পুকুরপাড়ে ছাউনির ওপরে থাকা নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলা হয়েছে। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আবু ছাইদ শিকদার নামের আওয়ামী লীগের এক নেতা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। এসময় তার বাড়িতে নির্মাণ করা একটি নৌকার প্রতিকৃতি লোকজন নিয়ে ভেঙে ফেলেন। রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আবু ছাইদ শিকদার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউপির সাবেক চেয়ারম্যান। তিনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর ভাগনে। আবু ছাইদ শিকদার প্রায় ৩০ বছর পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন।

আওয়ামী লীগকে ভালোবেসে কয়েক বছর তিনি তার বাড়ির পুকুরপাড়ে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে একটি দৃষ্টিনন্দন নৌকার প্রতিকৃতি নির্মাণ করেন। রোববার সকালে লোকজন নিয়ে ওই প্রতিকৃতি ভেঙে ফেলেন।

নৌকার প্রতিকৃতি ভাঙার পর আবু ছাইদ শিকদারের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি বলেন, “যার দল করি (শেখ হাসিনা), সেই গেছে পালাইয়া। আদর্শচ্যুত হইছে, সে পালায় গেছে। ওই দল আর করতে রাজি না। সে আসলেও (শেখ হাসিনা) করব না। এই জন্য ভাইঙ্গা ফেলাইছি।”

পরে এ ব্যাপারে জানতে আবু ছাইদ শিকদারের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, “আবু ছাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি তার মামা প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর প্রভাব খাটিয়ে পিঞ্জুরী ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান হয়েছিলেন। এরপর তিনি দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে আবু ছাইদ শিকদারের এমন কাণ্ডে আমরা হতবাক হয়েছি। আমরা এই নৌকা ভাঙার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!